বিকাশিত এক চিমটে হাসির আড়ালে
মুগ্ধতা অবরণ উদাস,এ
মায়ার জড়িত আমি।


কবি দুর্বল,
নম্র ভদ্রতার সিমান্তে এঁকে দিয়েছি বন্ধুত্বের দাবি।


আমি প্রেমিক নই,
শুধু কাচ থেকে দেখতে চাই,
এ মুখের সভ্যতা প্রকাশ।


হয়ত কোন এক বিকেল
নিরীবিলিতে ক্ষণিক আলাপন
দুকাপ চায়ের চুমুতে ঘনিয়ে আসুক সন্ধ্যা,
তার পরও পাশে থাকতে চাই।


ভয় নেই! এত আলাপনে আমি প্রেমিক হব না, রইবে বন্ধুত্বের সীমাবদ্ধতা।