রাত আমার কাছে অতি অল্প
ঘুমাই যখন,
দুচোখ থাকে বন্ধ।
চোখ খুললে দেখি, সকাল নয় দুপুর পেরিয়ে গেলো!
এভাবেই চলছে জীবন।
মা বকে, বাবাও বকে, বকে চাচা চাচী,
আমি নাকি অকর্মার ঢেঁকি।
হিসাব জানা মূর্খ অলস,
দিনে ঘুমাই, রাত কামাই, আমি আবার ব্যস্ত দেখাই।
অসহ্য!
অবহেলার শেষ নেই, আমি বকা খাওয়ার পাত্র!
বেকার!
জীবনকে খুব অসহ্য লাগে, আমি কি মানব যন্ত্র! আমার স্বাধীনতা নাই?
করি বিদ্রোহ অজ্ঞানীর মত! আমি নই ত অলস, বেকার যুবক।
কাজ না পারিলে বলে অলস!
সে-কি পদবি?
সবাই হাসে, যে-জন ডাকে আমায় এই নাম ধরে!
অকর্মার ঢেঁকি!
ইয়া কি আমার পদবি?
আমি নাকি বেকার অলস, সবাই তা বলে।