কত উল্লাসে নীরবতায় একমুঠ,
শান্তি কেন আসে না!
মনের মধ্যে ধুক ধুক!


হাসি আসে না,
অস্থির উর্বর পা-দুটি ছুটে না!
এত আয়োজন সজ্জা, আলোক জোনাকি রিমঝিম,
অনন্য এক সন্ধ্যা।


কত হেলা ফেলা, কত কিত্তন!
কত রূপের বাহার সুন্দর্য গায়ের রং ফুটেছে
লাল-নীল লাইটে,


শুধু আমার মুখে হাসি আসে না। এত আয়োজন নানান মানুষের ভিড়,
আমি নিম্ন নুয়ে পড়েছি উল্লাসে।