আমি জাগ্রত মানবে হুঁশিয়ার সৈনিক
আমি ক্ষিপ্ত রাতের তীর ধনুক ।


আমি নিশান বেদি সময় ত্যাগী, চক্ষে আঁকি পহর,
আমি জাগ্রত হুঁশিয়ার সৈনিক।


আমি কাতর, দূরীভূত, জ্বালাময় দূষণের ধুয়া ফেরি রাত্রির নিঃশ্বাসে
রাত দিবাগত রাত্রি।


রাত চোখের পলকে উল্টে ওই সূর্যাস্ত উদয় আমিই দেখি প্রথম, নগরীতে উঠে যায় আলো।


আমি জাগ্রত নিশান রাতের আলোয়,
দিনের আলো আঘাত চোখে আমি ঘুমন্ত তখন সমাপ্তি
মহড়ায়-পথে আচ্ছন্ন হয়ে পড়ি।


আমি রাত রাজ্যের জাগ্রত সৈনিক, সূর্যাস্তের প্রভাত ফেরি।