লিখতাম খাতা
মনে পড়ে কলমের কথা লিখেছিলাম খাতা,
আমি ছাত্র ছিলাম না কাঁচা।
প্রতিদিন লিখতাম সবার আগে,
দিতাম প্রথম,
নিতাম শেষে।
আমি ছাত্র ছিলাম ভালো বটে।


লেখা দেখতো মহাদয়
হাসিয়া কয়,
সুন্দর ওহে লিখিয়া আনিছো খাতা কোনা ভরে।


প্রশংসা শুনিয়া উৎসাহিত হই,
পরের দিন ভালো করে লিখিয়া লই।


পর হিংসা শুনতে মন্দ,
বন্ধুরা মিলে কয়, কি এমন লিখেছে?
মহাদয় সুন্দর কয়!!


উত্তরে বলিয়া শুনাই, শুন’গো মোর বন্ধু মিলে। জ্ঞানী লোকেই সুন্দর চিনে।