পুরুষ, কামনায় অস্থির,
কামুক মন।
নারীকে করে আহ্বান
নেই দলিল,
তবুও আশা।
এই নারী, তুমি কি হবে আজ রাতে আমার বেশ্যা!!
এরে নাম পুরুষ।
মানব জাতী।
বাবা হওয়ার অস্ত্র পুরুষ তা জানতো,
নয় ত নারী, হই তো-না, মা।
হে তুমি কেমন পুরুষ!!
বি-না দলিলে কামুক মনে ওই নারীকে ডাকো!!
নারী যে তোমার মা!!
তুমি বুঝি তার গর্বে ছিলে না!
সে নারী আজ কোথায়?
তুমি যার গর্বে ছিলে!!
তোমার বাবা ডাক তো যাকে রমণী বলে।
বেশ্যা তুমি কারে কও??
ও,
তোমার বুঝি বাবা ছিলো না।
হে পুরুষ,
চোখ নামাও, ধরে নাও সে তোমার মা।
খবরদার......
নারীকে আর বেশ্যা বলিও না।
ওই নারী তোমার আমার,
জননী-মা।