চেষ্টায় বহুদূর,
কলম হাতে
লিখতে পারিলে কবিতা বলে।
চেষ্টায় নেই যে ত্রুটি,
ভয় লাগে লিখতে!
অ-কবি পদবি আমার,
সাহস হয় না কবিতা লেখার!


দিন ঘুরে যায় বেলা, কথা গুলো মনে।
কোথায় যে লিখি!
কলম আছে হাতে।
আছে কলম নেই খাতা,
ছন্দ গুলো মনে।
কোথায় যে তুলবো কষে!
বুঝি না,
অ-কবি পদবি আমার, সবাই তা বলে।