সভ্যতার এই জন অরণ্যে
লোকের ঐ যে দুটো চোখ
বিশ্বায়নের হৃদয় নিয়ে
যতই ঘুরাক মুখ।
মনের কোনে এখন সেই
সুপ্ত বীজই গাঁথা
জন্তু থেকে সভ্য সাজার
অভিনয়ের কথা।


গুণের সাক্ষী দিয়ে সত্যি
যায়না কভু বাঁধা।
সেই লালসার বিষ লালাটা
ছড়াচ্ছে যে কাঁদা।


ঘৃণ্য যে ঐ বিষাক্ততা,মুক্ত হওয়াই দায়
আজও যাহা মনের খাঁচায়
শুনতে সবাই পায়।


বলবে সবে হয়না প্রকাশ
কিন্তু, প্রকাশ সবই হয়
        রং বদলের সুক্ষ্ম খেলায়
        'অসভ্যতাও সভ্য হয়ে রয়' ...।।