''আলো আমার,আলো ওগো,
                    আলো ভুবন-ভরা''


এই আলোতে,যাক ধুয়ে যাক
সব জড়তা'র জরা।।


দ্বীপ্ত শিখায় উঠুক জ্বলে
নিভে যাওয়া আলো,
সংকোচনে বদ্ধ হওয়া
মুক্ত স্বার্থ গুলো।।


জাগুক আবার বিশ্ব চেতন,
সহিষ্ণুতা'র সুরে।
ভরবে জীবন,
জ্বললে আলো
মনের অন্ধকারে।।


                         ''শুভ দীপাবলি''