সবার পড়ে  লাভটা কোথায়?
মূর্খতা সব উপাধি তে
মন থেকে কেউ চায় না শিখতে
শুধু, বসার ইচ্ছা ঐ গদি তে।।
      
                     গদির উপর গাধার বাহার
                     কড়ির খেলায় খুব বিদ্ধান।
                     শিক্ষাটাকে ব্যবসা করে
                     সস্তা করলো তার গুন মান।।


আসল শিক্ষা শিখল না কেউ
জ্ঞান বাজারের এই দুনিয়ায়।
ভ্রষ্ট বোধের মূল্যায়নে
মানবিকতা বিবেক হারায়।।


                    
                     হাতের কলম মুখের কথার
                     আজ কাল আর নেইকো দাম।
                     সব পাওয়া যায় চ্যানেল থাকলে
                     ডিগ্রী ছাড়া নেই যে কাম।।


কিসের ডিগ্রী নেই পরোয়া
শ্রমিক সবাই চোরের ঘরে,
ক্রম বিকাশের ভীষণ দৌড়ে
আসল শিক্ষা পিছিয়ে পড়ে।।