একা আমি, একা তুমি
একা এক গগনে।
বহু তে মিলন সুখ পুষে রাখি যতনে।


অগোছালো কর্মের ক্ষমা করে ভগবান
'সীমাহীন সহ্যে মিশে থাকা অপমান'।


গুনে গুনে সব ভুল যদি করো গণনা।
ছিল সব চুলকানি
সময়ের ছলনা।
কি ছিল কবে কার?
কেন তবে পিছুটান?
'আমাদের অভ্যাস জীবনের শ্লোগান'।


তবু যদি স্ট্রেস ভূ তে চেপে ধরে সহজে
চিন্তা টা পাল্টে আলো দাও মগজে।
লড়াই টা তোমারি ছিল কাল আজকে,
বিবেকের এক কোনে নির্বাক শব্দে।
ঢেলে দাও রাগ সব কর্মের  অনলে।
বিবাদিত চর্চা উক্তি র বদলে।
আজ হল ডাল খালি কাল ফুলে যাবে ভরে।
বিজয়ের ব্রতী হও
জীবনের সমরে।