আমাতে আমি আর চাইনা কিছু
আমারিত সব ধন পথ রথ
মোহের বাহারি শত সম্পদ
পথে জমা ধুলো,স্মৃতির লেখা গুলো
ধুয়ে যাক নীরবে।


চাইবো না আর আজ আমি কিছু
কভু কী ছিলো কোনো কিছু কার,
কেন তবু এত অহং ও বাহার?
শ্লাঘার হিতৈষী সুখ অভিলাষী
করি আজ আমি আপন বিচার।


কেনো যে আমি এসেছি হেতা
কিবা আছে মোর করিবার ?