প্রাণের খেলা প্রাণ'ই বোঝে
মনের শুক শারি খোঁজে।
শব্দ কেবল স্বপ্ন বানায়,
কালের চাকায় শক্তি যোগায়।
দৃষ্টি শুধু মায়া মেখে
সত্য ছাড়া সবই দেখে।
মোহের পুষ্টি কড়ির খেলায়
যুগ দিশারী রাস্তা হারায়।
স্নেহের আঁচল ফুঁপিয়ে কাঁদে,
বন্দী যে ন্যায় আইনের ফাঁদে।
কারাগারে র অন্ধ কোণায়
কপট যেথা সদা পাহারায়।।


দোষী কি তবে প্রাণের রাজা?
প্রাণ বাঁচিয়ে দিচ্ছে সাজা,
প্রাণের খেলা প্রাণ'ই বোঝে
'দুর্বল মরে নিজের দুখে'।।