পাগলা হাওয়া ছুটছে ধেয়ে
ধু ধু মাঠ সরু পথ টি বেয়ে।


ধরবে আমায় ঝাপটি মেরে
মরব আমি জীবন ছেড়ে
            মারব আমি আবার তোরে।


বাঁচ লো না কেউ টানের টানে
বৃথার ব্যথা সইলো মনে।
           মিলল সবি তোরই সনে।


কিসের লাগি সইলি অত
যন্ত্রনা দুখ পাপের মতো।


কাঁদলি একা মনের ঘরে ।
দেখল না কেউ বুকটি চিরে,
           খুজলি কতো সেই তারে ।


"বুদ্ধি আমার বাঁকা বুঝি
দুঃখীর দ্বারে দুঃখ খুঁজি"