ভালো ভাবে ভালো থাকা,
সব জেনে চুপ থাকা
                 কাঁচ দিয়ে মুখ ঢেকে লাভ কী।


বিলাসিতা...! দূর ছাই।
আকাশের মুখ ভার
                  রুমালের জল মোছা আর কতো?


বই পড়ে বই হলে
হাবুডুবু হাঁটু জলে
                  বীভৎস ... সমাজের চিন্তা।


কার টাকা কে খায়,
আমি তুমি ভাই ভাই
                  খোশামোদি দাঁড়কাক আমলা।।


নির্বাক থাকি বলে
প্রতিবাদ ভুলে গেছি
                 মেনে নিলে ভুল হবে নিশ্চই।


তাই,    শোষিতের শক্তির তাণ্ডব রুখতে
          নির্মম হাহাকার মুখ চাপা রাখতে
                  খুলে দাও শৃঙ্খল,
                  তুলে দাও যুক্তি।
          
           লেলিহান সমাজের
                               চাই শুধু মুক্তি।।
                               চাই শুধু মুক্তি।।