দিন, বহুদিন
বহুকাল আগে
মনে হয় কুষাণের যুগে
আকাশের ঐ পাশে তারারা ঘুমায় না যেখানে।
তোমায় আমি দেখেছিলাম
তটিনীর ঘাটে
খেলছিলে আনমনে
নুড়ি নিয়ে হাতে।
হয়েছিল কত কথা
রূপকথা নিয়ে।
সখ্যতা অনুরাগ ভালোবাসা দিয়ে।


আজ কোন অজানায়
কেন তুমি চেননা আমায়
আমি আজও খুঁজে ফিরি, ঐ চোখ
শত চেহারায়।
সময় তো চলে গেছে
মন সব ভুলে গেছে
প্রেম তবু বেঁচে আছে
কাঁটা হীন 'গোলাপের কুঁড়ি'টাকে নিয়ে।