চৈত্রের দাবদাহময় খরার মাঝে
মানববেশী মহামানবের বেসে –
এসেছিলে, গর্বিত বঙ্গ মায়ের কোলে
খরার মাঝে, একবিন্দু ভালবাসার জল ঢেলে ।


গর্বিত বঙ্গ মাতার কোলে তোমার জন্ম
বাঙালিকে, ভালবাসাই ছিল তোমার ধর্ম ।
বঙ্গ মায়ের শ্রেষ্ঠ উপহার তুমি,
তোমার স্পর্শে, ধন্য বিস্তীর্ণ বঙ্গ ভূমি ।


ছিলনা অহংকার-অভিমান
কৃত কর্মে হয়েছিলে, কোটি বাঙালির প্রাণ
বাঙালির হৃদয়ে নিয়েছিলে, শ্রেষ্ঠত্বের স্থান ।


তুমিই আমাদের বঙ্গ মায়ের গর্বিত সন্তান
পিতা, শেখ মুজিবর রহমান ।