ব্যস্ততায় পরিপূর্ণ এই জীবনে
কখনো অবসর আবার কখনও -
ঘাসের ডগায় জমানো শিশিরে স্বপ্নের অবগাহন,
কখনো আবার ক্লান্ত হৃদয়ে
নিরলস ব্যস্ত জীবন যাপন।


ব্যস্ত জীবনের অবসরে অনুভব করি
বর্ষার কাঁদা জলে মোহময় মুগ্ধ শ্রাবণ
ফেরারি মেঘের বুক চিরে সূর্যের-হাসির ঝিলিক,
মাঠের পর মাঠ সবুজ ঘাসে বিছানো-
আঁচল জুড়ে রোদ-বৃষ্টির নিরন্তর লুটোপুটি।


ব্যস্ত এই জীবনে !
ঘুরেছি শহরের কত অলি-গলি,
দেখেছি, সুখ-দুঃখ পাশাপাশি বয়ে চলা...
দেখেছি, কতো হাসি-কান্না।


ব্যস্ত এই জীবনের চলতে চলতে...
ঘুরে বেড়িয়েছি গ্রাম থেকে শহর,
দেখেছি কত ভালবাসা, দেখেছি কত মমতা,
দেখেছি বন্ধুত্ব কত শত, দেখেছি চরম শত্রুতা।


ব্যস্ত জীবনে চলার পথে....
দেখেছি, নিন্দা, অবজ্ঞা, অনাদর আর অবহেলা
ভালবাসার নামে, প্রতারণা আর বঞ্চনার খেলা।


সময়ের স্রোতে ব্যস্ততায় ভেসে যাওয়া
উদ্বেলিত মন, খুঁজে ফিরি আজও নিজের ঠিকানা,
এইতো ব্যস্ত জীবন !