একদিন এই বাংলার, মানুষ ছিল স্বাধীন
আমোদ-প্রমোদ, হাসি-আনন্দেতে,
কাটতো তাদের দিন ।


মাঠে মাঠে সোনালী ফসল
গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ,
চাষীদের মুখে হাসি ছিল, রাশি রাশি
সব মিলে, আনন্দেতে ছিল তাদের বাস
সুখের মাঝে বিষ ঢেলে,
পাকি হানাদার এসে, করল সর্বনাশ ।


যুগে যুগে কত শাসক করেছে ত্রাস
সুজলা, সুফলা বাংলার- করল চরম সর্বনাশ,
রইল না আর গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ
মলিন হয়েছে, অসহায় চাষির মুখের হাসি,
ক্ষুধা, দারিদ্র বাধলো বাসা বাংলায় আসি ।


শাসকদের অত্যাচারে -
সোনার বাংলা হল, জ্বলে পুড়ে ছারখার,
বাংলার ঘরে ঘরে -
পাকিস্তানী হানাদার চালিয়েছে, নির্মম অত্যাচার ।


অত্যাচার সইতে সইতে হল, তাদের ক্ষোভ
ক্ষোভ থেকে রূপান্তর হল বিক্ষোভ
তারপর ! কত আন্দোলন, কত সংগ্রাম,
অবশেষ ! মুক্তিকামী মানুষ করল মুক্তিযুদ্ধ
পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে,
বাংলাকে সাজিয়েছে, স্বাধীনতার লাল সবুজ রঙে ।


স্বাধীনতা পেল বাঙালি !
হানাদার মুক্ত হয়েছে, আজ বাংলা
তবুও, হয়নি মানুষ আজ শোষণ মুক্ত ।


স্বার্থান্বেষী, প্রভাবশালী মহল করছে
শোষণ আজ বঙ্গ,
অনাহার, অর্ধাহারে থেকে
মানুষের চলছে আজ-“স্বপ্নভঙ্গের খেলা“ ।