বসন্তের উদাসীন হাওয়ায় যখন
ফুলের গন্ধ, ভোসে বেড়ায়-
বাতাসে বাতাসে,
পাখিরা ডানা মেলে উড়ে যায়-
নীল দিগন্ত পানে ।


প্রেমের মধুর স্বপ্নে বিভোর হয়ে
ছন্দে গাঁথি, মনের ভাবনাকে ।


শ্রাবণের বাদল ঘেরা আকাশ
ঢেকে থাকে মেঘের অন্তরালে,
জুঁইয়ের গন্ধভরা বাতাসে -
নেচে উঠে মন প্রাণ ।


যে, ফুল ঝরে পড়ে আছে
পথের ধুলায়,
যার, কোমল কুঁড়ি -
সবার পায়ের তলায় পিষ্ট হচ্ছে
আস্তাকুড়ে পড়ে আছে সব,
শুকনো ফুলের রাশি ।
অসময়ে যাদের তোলা হয়েছে -
মালির যত্নে সাজানো বাগান থেকে ।


কেউ, শোনেনা তাদের আর্তনাদ
কেউ, দেখে না তাদের বুকে রক্তের ক্ষত ।


সব সৌরভ বিলিয়ে দিয়ে -
মিশে যায়, কালের তপ্ত কড়াইয়ে ।