সংসার মানে, মায়ার শিকলে বন্দী হয়ে দুর্গম পথচলা
সাজানো-গোছানো পরিপূর্ণ জীবনের কথা বলা ।


সংসার মানে, জীবনে নতুনের ছোঁয়া লাগা
পাশাপাশি শুয়ে, হৃদয়ে কতশত রঙিন স্বপ্ন আঁকা ।


সংসার মানে, অনাগত শিশুর কান্না, হৃদয়ে সাজানো স্বপন
কান্না-হাঁসিতে ভরা আপন ভুবন ।


সংসার মানে, দু’কূলের দুটি প্রাণ এক মোহনায় এসে মিশে
আনন্দ-বেদনায় জীবন তরী ভাসে ।


সংসার মানে, অপেক্ষমাণ এক জোড়া যুগল চোখের ভাষা
কল্পনার পায়ে শিকল দিয়ে, বাস্তবে ফিরে আসা ।


সংসার মানে, রাগ–অভিমানে’র খেলা
দিন-রাত্রি ভাল থাকার অভিনয় করে চলা ।


সংসার মানে, বর্ষার আকাশে রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা
শরতের জ্যোৎস্নাময় রাতে, কাশের কোলে চাঁদের দোলা ।  


সংসার মানে, ঈশান কোনে জমানো মাতাল ঝড়
চলার পথে দায়িত্বের চাপে, উদাসীনতা হয় পর ।


সংসার মানে, ধরনীর রঙ্গমঞ্চে সং সেজে অভিনয় করার
অপেক্ষায় থাকা, জীবনে লাল-নীল রঙ লাগার ।


সংসার মানে, সং সাজা আরও কত কি কাণ্ড
জেনে রেখো সাজিয়ে রাখা স্বপ্নগুলো, নিমেষেই হবে পণ্ড ।


রচনাকাল :
১৯ জুন ২০২১ ইং