আজ, হারিয়ে গেছে সকল গান
আকাশ হারিয়েছে নীল,
কোথায় পাবো আজ ?
রাতের গর্ভপাতে, আধারের বুক চিঁড়ে -
ফুটে উঠা, ভোরের নব সূর্য,
পাখিদে'র গুঞ্জনে মুখরিত - নব প্রভাত ।


হারিয়ে যাওয়া দিন, তুমি কি আসবে ফিরে ?
তোমার অপেক্ষায় আজো, পথ চেয়ে থাকি,
এখনও আমি খুলে রাখি - দক্ষিণে'র জানালাটা
শুকনো কনকচাঁপা গাছটায় বসে থাকা পাখি বলে -
নাইবা থাকলো গন্ধ, কিন্তু স্পর্শটাতো আছে,
ভালবাসার পাখি, আবার উড়ে যায় দূর আকাশ পানে ।


জীবন খাতার পাতায় লেখা অনেক ছন্দ
রয়েছে অনেক দ্বন্দ্ব, তারই মাঝে আনাগোনা সুখ-দুঃখ,
স্তব্ধ ঝাউবন রয়েছে দাঁড়িয়ে
যেমন করে কানাকানি -
বাজে ধ্বনি ফিস্‌ফিসানি,
তারই মাঝে খুঁজে বেড়াই - "হারিয়ে যাওয়া দিন" ।