হে ! মানবতা, আমি তোমাকেই খুঁজছি
সমগ্র পৃথিবীর জাগ্রত মৃতপ্রায় মানুষদের উদ্দেশ্যে বলছি,
যদি কেউ মানবতা'র দেখা পাও, তবে আমাকে জানিও
আমি তার কাছে জানতে চাইবো –
কেন আজ, সবাই যুদ্ধে নেমেছে অবাক পৃথিবীতে ?
বিদ্রোহ কেন আজ ঘরে ঘরে ?


হুম ! বুজতে পারছি মানবতা
আজ তুমি বেশ সুখেই আছো,
অবাক দৃষ্টিতে দেখছো বসে –
শিশুর আর্তনাদ, নব বধূর চিৎকার,
আকাশে-বাতাসে ভাসছে আজ,
পোড়া-অর্ধ'পোড়া লাশের গন্ধ ।


মানবতা নেই বলে আজ -
মানুষ মানুষকে মারছে,
মানুষ মানুষকে করছে খুন,
আবার মানুষেই, মানুষকে করছে গুম ।


এ কেমন মানবতা ?
পিতার সামনে মেয়েকে,
স্বামী'র সামনে স্ত্রী'কে করা হচ্ছে ধর্ষণ,
বিবস্ত্র করে আবার করছে ভিডিও ধারণ ।


মানবতা ঢুকেছে আজ, কোট-টাই পড়া ভদ্র লোকদের পকেটে
পথের ধারে কাঁদছে মানুষ, অর্ধাহারে-অনাহারে,
কেউ, দেখেও দেখে না তাদের দুঃখ -
বরং ধিক্কার দিচ্ছে তাদের,
গরীবের আহার কেড়ে নিয়ে, নিজের পেট ভরছে অনেকে ।


মানবতা তুমি কেন আজ নীরব ?
বিদ্রোহ জেগে উঠেছে আজ, মানবতা নিয়ে,
অবাক পৃথিবীতে দেখছি আজ, ক্ষুব্ধ মানুষ, ক্ষুব্ধ স্বদেশ'ভূমি ।
মানবতা তুমি আসবে কি ফিরে ?
ফুটবে কি আবার মানবতার ফুল ?