তোর প্রশ্নের জবাবে বললাম- "ভাল আছি"
হাসলাম, কি রকম ভাল আছি ?
বিশ'দে জানতে চাস'নি বলে,
দেখানো হলোনা, আমার ক্ষত দাগ ।


ঝর ঝর পূবালী বাতাস, ফাগুনের'র ঝড়া পাতা
কিংবা শরতে'র সব আলো-
আঁধারি রঙ্গে দীর্ঘ রাত - দীর্ঘ দিন,
কেটেছে, স্বপ্নমাখা শিল্পীত সময় ।


একটা অনুষঙ্গ আমার প্রাপ্য
শেষে যার নাম হয়তো- "নির্জনতা"
আবার হয়তো - "জরুরী অবস্থা" ।


আমার নির্জনতা গুলো আজ -
চেয়ে থাকে, সাদা বন্ধুর পৃথিবী'র দিকে
যার কোন আবরণ নেই,
নেই আবরণে'র লেশমাত্র ।