আমার বিগত জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে লিখা এই কবিতাটি, তাই স্মৃতিচারণ করলাম :


বেকার, জীবন মানেই
গ্রীষ্ম - বর্ষার  মাঝে,
চাকুরীর খোঁজে -
শুধুই নিঃসঙ্গ পথে হেঁটে চলা ।


গ্রীষ্মের প্রখর রোদে -
কপালের ভাঁজে, জমানো ঘাম,
বর্ষায় ভেজা কাপড়
তবুও, চাকুরী একটা পেতেই হবে ।


পড়ন্ত বিকেলের ঘাম ঝরা
ক্লান্ত ফেকাসে রোদ,
নিরাশা হয়ে -
সঙ্গিহীন, ফুটপাত ধরে হেঁটে চলা ।

বেকার জীবন মানেই
শুধুই চাকুরীর প্রত্যাশা-
ক্লান্ত দিনের শেষে,
অধীর আগ্রহে, অপেক্ষায় থাকা
বাবা-মায়ের মুখে -
হাঁসি ফুটানোর মিথ্যে আয়োজন ।


বেকার, জীবন মানেই
উঁচু দালানের সামনে,
পরিচ্ছন্ন কাপড় পরে
সার্টিফিকেট হাতে -
অপেক্ষারত, প্রতিযোগীদের লাইনে দাঁড়িয়ে থাকা ।


কখন? মহাজ্ঞানীরা ডাকবে সাক্ষাৎকারে জন্য
জানি দু’একটা প্রশ্ন জিজ্ঞাসা,
অতঃপর ডায়ালগ একটাই !
পরে জানানো হবে ।


রাগ, ক্ষোভ, ঘৃণায় -
পুনঃরায়, পিচঢালা রাস্তায় হেঁটে চলা ।


বেকার জীবন মানেই
ইন্টারভিউ শেষে-
রাস্তার পাশে, চায়ের দোকানে বসে
এক কাপ চা, একটা বিস্কুট
আর একটা কম দামি সিগারেট,
অতঃপর, পিচ ঢালা রাজপথ ধরে হেঁটে চলা ।


বেকার জীবন মানেই
অলিগলি পার হয়ে,
অবশেষ !
ক্লান্ত হৃদয়ে, বাড়ী ফেরা,
লজ্জায়, ভয়ে মাথা নিচু করে নিরবে ঘরে ঢোকা
অতঃপর ! বাবার ভরাট কণ্ঠে ভেসে ওঠে ....
হলো রে কিছু খোকা ?
লজ্জায় মাথা নিচু করে উত্তর দেই - 'না' ।