হে! যৌবন তুমি এসেছিলে-
অশান্ত সমুদ্রের বাঁধভাঙ্গা ঢেউয়ে চড়ে,
তোমার জন্যে চরিত্রহীনের-
কলঙ্কের দাগ এঁকেছিলাম কপালের ভাঁজে।


যৌবন তুমি এসেছিলে-
কালবৈশাখীর অশান্ত থাবা নিয়ে,
তোমার আহ্বানে সাড়া দিয়ে
লাজ-লজ্জা, ভয় ডিঙিয়ে নির্লজ্জ হয়ে-
কাম উন্মাদনায় মেতে উঠেছিলাম-
সাময়িক আনন্দ ভোগের লোভে।


যৌবন তুমি এসেছিলে-
ক্লান্ত বিকেলের অবসরে, গোধূলির ছোঁয়ায়
অস্থির মন- মানেনি বিবেকের বারণ,
চরিত্রহীন হয়ে, পান করেছিলাম প্রেম সুধা
মনেতে ছিলো শুধুই কাম ক্ষুধা-
মুহূর্তেেই ভুলে ছিলাম চরিত্রহীনের সংজ্ঞা।


যৌবন তুমি নতুন আসবে!
তপ্ত সুখের ছোঁয়া নিয়ে, যৌবনের গান শুনিয়ে
তোমার স্পর্শে- ফুলের সুবাস গায়ে মেখে,
দীক্ষিত হবো ভালবাসার মন্ত্রে।


রচনাকাল : ২৮/১০/২০২২
বারহাট্টা ।