দুরন্ত শৈশব পার হয়ে যৌবনে মেলা
সাঙ্গ হবে এবার, শৈশবের রঙের খেলা
ক্রমে ক্রমে বয়স বাড়ছে.....!
ধেয়ে আসছে কঠিন সময় ।


শৈশবের দিনগুলো এবার যেতে হবে ভুলে
বাস্তবতার নিষ্ঠুর নানা খেলার ছলে।
বাবা ছিল বটের ছায়া, অনাহারে রাখেনি কখনো ভাগ্যের নির্মম পরিহাসে-
চলে গেছে আজ, সকল মায়ার বাঁধন ছিন্ন করে।


কর্ম হীন জীবনে সুখ নাই ভবে
চিরন্তন সত্যটা কষ্ট হলেও মেনে নিয়েছি আজ
দৈনন্দিন জীবনে লিপ্ত হয়েছি কর্মে
দুবেলা, দুমুঠো অন্ন জোগানে,
হাড়ভাঙা পরিশ্রম করে যাই দিনে-রাতে।


শৈশব ছিল ভালো, ছিলাম চিন্তা মুক্ত
বয়স বাড়ার সাথে সাথে........!
কঠিন বাস্তবের নানা আয়োজনে-
কতইনা ভাবনা আসে মনে
কোন সমাধান না পেয়ে আজ-
রুমাল দিয়ে অশ্রু মুছি-
আর ভাবি এটাই নিষ্ঠুর বাস্তবতা।  


মোহ - মায়ায় গড়া অসার সংসার মায়াময়
মায়ার বাঁধনে করে যাই অভিনয়,
কোন একদিন চিরতরে ছিন্ন হয়ে যায় মায়ার বন্ধন।


জীবনের পরতে পরতে লিপ্ত হই সংগ্রামে
অবশেষ!  কঠিন সত্য মৃত্যু  তার পরিণাম।


রচনাকাল
১৮।০৯।২০২২