নেতা, আমি নেতা !
ছোট, মাঝারি কিংবা বড়,
সবার মাঝে, একটা বোধ কাজ করে ।
ছলে, বলে কিংবা কৌশলে
সরকার দল কিংবা বিরোধী দলে,
বড় কোন নেতার ছায়াতলে,
নেতা আমাকে, হতেই হবে ।


নেতা হলে, বাড়বে মূল্যায়ন
ছাত্র, যুব কিংবা মূল কমিটি,
যেকোনো একটাতে, ঠাঁই আমার চাই ।
ঠাঁই পেলেই,  ব্যাস ! হয়ে গেল কাজ মোটামুটি,
পাবো ক্ষমতা, ধান্দা হবে রমরমা
করবো ব্যাংক ব্যালেন্স, বাড়ি-গাড়ি,
লে'বাস ধরে পরবো, পাঞ্জাবি-পায়জামা
কিছুদিন আগেই, চুলায় আমার বসতো না ভাতের হাঁড়ি ।


নেতা হতে, লাগে না শিক্ষাগত যোগ্যতা
মাড়াতে হয়না স্কুল কিংবা কলেজের বারান্দা,
বিশ্ববিদ্যালয় ! সেতো অনেক দূর.......,
সুযোগ বুঝে, উপর মহলের কোন নেতাকে করিয়ে দিব ধান্দা
ব্যাস ! তার হাত ধরেই চলে যাবো অনেক দূর,
খুলে যাবে ভাগ্যে'র চাকা, বাড়বে টাকার জোড় ।


টাকার জোরে, চায়ের স্টলে আড্ডা মেরে
বাড়াবো মানুষের জোর,
টাকা হলো, জনগণ হলো......
এবার দরকার মর্যাদার একটা চেয়ার,
কয়েক মাস কিংবা বছর....
রাস্তায় রাস্তায় টানাবো পোষ্টার, ব্যানার,
প্রার্থী হবো চেয়ারম্যান কিংবা মেম্বার ।


লিখতে পারিনা আমি এক কলম
অন্যের শেখানো বুলিতে দেই, জন সভায় ভাষণ
ক্ষমতা পেলে- এই করবো, সেই করবো.....
মিষ্টি মধুর বুলিতে, জনগণের মনে করে নেই আসন
নেতৃত্ব দেয়ার যোগ্যতা নেই, আমার কাছে,
টাকার জোরে, জনগণের কাছে হই আস্থা'ভাজন ।


মিটিং, মিছিল কিংবা জন'সভায়
জনগণ থাকে আমার পিছে,
চেয়ারে বসি কৌশল করে -
চেয়ারে বসেই, শুরু করি লুটপাট,
জনগণের আহার গিলে খাই, আমরা ক'জন মিলেমিশে ।


নেতা দেখেছি, শেখ মুজিব
নেতা দেখেছি, জাতীয় চার নেতা,
যাদের বলিষ্ঠ নেতৃত্বে, পেয়েছি সোনার বাংলা ।
নেতৃত্ব দেখছি এখন, বঙ্গকন্যা শেখ হাসিনার
যার বলিষ্ঠ নেতৃত্বে, এগিয়ে যাচ্ছে দেশ আমার ।


বি.দ্র : কোন ব্যাক্তি বা মহলকে উদ্দেশ্য কবে কবিতাটি লিখা হয়নি ।