আমি বাংলাকে ভালবাসি
বাংলা আমার, মায়ের মমতার আঁচল,
বাবার পরিশ্রমে ঝড়া, এক বিন্দু ঘাম
বোনের রঙিন পাড়ের তাঁতের শাড়ী ।


আমি বাংলাকে ভালবাসি
বাংলা আমার, স্ত্রীর যুগল চোখের কাজল,
ভালবাসার স্পর্শ, বুকের জমিন ।
মায়ের কোলে জন্ম নেয়া –
সদ্য জাত শিশুর কান্না,
আমার সদ্য কথা বলতে শেখা ছোট্ট শিশুটির
ভাঙা কণ্ঠে " বাবা " বলে ডাকা ।


আমি বাংলাকে ভালবাসি
বাংলা আমার, বাড়ির পাশে শাপলা ফোটা ঝিল
প্রিয় " কংশের " তীর ।
বেলকুনিতে বেড়ে ওঠা, শিউলির ঘ্রাণ
শরতের জ্যোৎস্না রাতে, কাশফুলের কোলে –
চাঁদ মামার আলিঙ্গন ।


আমি বাংলাকে ভালবাসি
বাংলা আমার, সবুজ শ্যাওলায় জমে থাকা
আমার দুরন্ত শৈশব,
ডুব সাঁতারে পুকুর পারাপার,
বৃষ্টির জলে, গা ভিজিয়ে
মাঠে মাঠে ঘুরে বেড়ানো ।
বৈশাখী হাওয়া, সোনা রোদ মেখে
ঘাসফুলের, পাতার গহনায় নিজেকে আঁকা ।


আমি আজও বাংলাকে ভালবাসি
কিন্ত আজ, এ কি রুপ দেখছি বাংলার?
বাংলাকে আজ গিলে খেয়েছে,
ব্যস্ততার জাগতিক- " হাঙ্গর " ।