বাংলাদেশের দুর্নীতি নিয়ে লিখলে দিন শেষ হয়ে যাবে, কিন্তু লিখা শেষ হবে না । তবুও বাস্তব জীবনের কিছু প্রতিচ্ছবি তুলে ধরলাম:


দুর্নীতি... দুর্নীতি... দুর্নীতি
জীবনের প্রতিটি স্তরে, চলে দুর্নীতি
দুর্নীতির কালো হাত,
করছে আজ গ্রাস -
সততার মহান আকাশ ।


জীবনের শুরুতে !
স্কুলে, শিশুরা প্রথম শোনে অমৃত বাণী -
"সদা সত্য কথা বলব, ন্যায়ের পথে চলব"
আসলে বাস্তব জীবনে-
কাজে আসে কি ? সেই মহান বানী ।


বাচ্চাকে ভাল স্কুলে ভর্তি করতে গেলে -
আগে দাও ডোনেশন,
ব্যাস ! হয়ে যাবে, বাচ্চার এডমিশন ।
অর্থের অভাবে যারা-
পারেনা দিতে ডোনেশন,
সরকারী ছোট কোন স্কুলে-
নিতে হয়, এডমিশন ।


হায়রে ! দুর্নীতি
আমি শিক্ষক, আমি জাতি গড়ার কারিগর
ধাপে ধাপে হওয়ার কথা, অটো প্রমোশন,
সেখানেও, লাগে ডোনেশন ।


শিক্ষকতা'র শেষ বেলাতে ও
হওয়ার কথা, অটো পেনশন,
সেখানেও, দাও ডোনেশন ।


ডায়ালগ একটাই !
টাকা ছাড়ো, তবে বাড়বে ফাইলের গতি
নইলে ! এই কাগজ লাগবে, ঐ কাগজ লাগবে,
অবশেষ ! বছরের নামে আটকে যাবে ফাইলের গতি,
টাকা মামা ছাড়লেই, কাগজপত্র সবই ফরমালিটি
এটাই, আমাদের প্রত্যেক ডিপার্টমেন্টের রীতি ।


দুর্নীতির যাতাকলে !
ছাত্র-ছাত্রীদের যা শিখিয়েছি,"নীতিকথা"
সব যাই ভুলে ।


অভিশপ্ত বেকার জীবন !
চাকুরীর, একটা বিশেষ প্রয়োজন,
সেখানেও চলে, বিশেষ ডোনেশন ।
দাও ৫লক্ষ ! দাও ১০লক্ষ !..
যে পদের রেট যেমন-
নইলে বড় পদে থাকা, মামা-চাচার একটি ফোন
ব্যাস ! ঘুচে যাবে কষ্টের বেকার জীবন ।


রাজনীতি ! সেখানেও চলছে দুর্নীতি
দলের সভাপতি হবে?
ওয়ার্ড, উপজেলা, জেলা কিংবা বিভাগ,
কর ডোনেশন !
এমপি হবে?
কর ডোনেশন !
মন্ত্রী হবে?
কর ডোনেশন !
দুর্নীতির ভয়াল থাবায় আজ,
"রাজনীতি" থেকে হারিয়ে গেছে, "নীতি" শব্দটি
আমাদের শুধুই ঘৃণা, এই নষ্ট রাজনীতির প্রতি ।


ডোনেশন...,ডোনেশন...আর ডোনেশন !
জীবনে চলার পথে পথে,
এই শব্দটির সাথে সবাই, কমবেশ পরিচিত ।


দেশকে করবই আমরা দূর্নীতিমুক্ত
এই প্রতিজ্ঞায়, সবাই যদি হই ঐক্যবদ্ধ,
দেশ আমাদের, দূর্নীতিমুক্ত হতে বাধ্য ।


দৃষ্ট আকর্ষণ : এই কবিতাটিতে ঘুষ শব্দের পরিবর্তে সৌন্দর্যের জন্য কিছু কিছু ক্ষেত্রে "ডোনেশন"-শব্দটি ব্যবহার করেছি ।
কোন ব্যাক্তি বা কোন মহলকে উদ্দেশ্য করে কবিতাটি লিখা হয়নি ।