মা মানে, যার আলোয় আলোকিত এ ভুবন
জন্মেছি মাগো তোমার কোলে, ধন্য এ জীবন ।


মা মানে, বন্ধু, সখা, ত্রিভুবনের আলো
স্নেহ-মমতায় সবার জীবনে, সাফল্যের প্রদীপ জ্বালো ।


মা মানে, মমতার আঁচলের ছায়া
স্নেহ ভরা ভালবাসার মায়া ।


মা মানে, গ্রীষ্মের ক্লান্ত দুপুরে, মমতার আঁচলে ঘাম মুছে দেয়া
জীবনের ক্লান্তি দূর করে, আয় খোকা বলে বুকে টেনে নেয়া ।


মা মানে, বর্ষার বৃষ্টি শেষে, দিগন্ত জুড়ে সাতরঙা রামধনু
সুখ-দুঃখের সাথী হয়ে, মমতার পরশ বুলানো ।


মা মানে, শরতের নীল আকাশে শুভ্র মেঘের ভেলা
হৃদয়ে জমানো সুখ-দুঃখ, এক নিঃশ্বাসে বলে ফেলা ।


মা মানে, হেমন্তের পাকা ধানের হাসির দোলায় হারানো
হাসিতে মিশে থাকা, হাজারো স্বপ্ন জড়ানো ।


মা মানে, শীতের সকালে মিষ্টি রোদের পরশ জড়ানো
স্বপ্ন-জাগরণের সঙ্গী হয়ে, চলার পথে সাহস জোগানো ।


মা মানে, বসন্তের নতুন পাতায় শুভ্র-শ্যামল বৃক্ষ
প্রতিক্ষণে সন্তানের মঙ্গল কামনা'ই তার লক্ষ্য ।


রচনাকাল : ৫ জুলাই ২০২১