আজ আমার একমাত্র কন্যার (আমার শরৎ কন্যা) ৫ম জন্মদিন, তাই লিখার ছোট্ট প্রয়াস : সবাই আশীর্বাদ করবেন আমার শরৎ কন্যা'কে .. ..  ।
**************************


তুই যে, আমার শরৎ কন্যা!
শারদীয় দুর্গোৎসবের মহানবমীর রাতে
এসেছিলি, ধরণীর কোলে!
স্নিগ্ধ শরতের সদ্য ফোটা শিউলি-
আনন্দেতে ঝরেছিল, সে লগ্নে-
দশভুজা মায়ের চরণে।


আজও মনে পড়ে সে রাতের কথা!
ভূমিষ্ঠ হয়ে, তোর প্রথম আনন্দের কান্নার সাথে -
তাল মিলিয়েছিল, নবমী তিথির
ঢাক, ঢোল, ঝাঁঝর, বাজনা.....!


তোর আগমনে আমার পৃথিবী জুড়ে বইছে
জ্যোৎস্না রাতের আলোর ধারা,
তোকে পেয়ে রূপালী চাঁদের মেলা বসেছে
আমার উঠোন জুড়ে,
নদীর বুকেতে খুশির জোয়ার এসেছে
শুধুই তোর আগমনে।


তোর ভুবন ভাসানো আলোয় ঘুচেছে আমার-
নিরাশার ধুধু অন্ধকার,
তোর স্নিগ্ধ আলো ছড়িয়ে দে-
পৃথিবীর চারিধার।


তোর তরে ফুটে উঠুক কৃষ্ণচূড়া
তোর ছোঁয়ায় আকাশ হোক নীল,
তোর তরে ছড়িয়ে পড়ুক, রংধনু সাত রং....!


দশভুজা মায়ের চরণে থাকিস চিরদিন
হৃদয় জুড়ে হাজারো স্বপ্ন থাক, রাত-দিন
আজ আমার-শরৎ কন্যার জন্মদিন।