হে নবজাতক !
তোমার অপেক্ষায়, পিতা-মাতার কেটে গেছে -
অনেকগুলো দিন.........!
প্রথম যেদিন নিশ্চিত হলো তারা -
তুমি আসছো, তাদের ভালোবাসার কুঁড়ির সূচনা হয়ে !
এ ধরায় আসছো তুমি, অসীম সম্ভাবনা নিয়ে ।


নবজাতক ! তোমার অপেক্ষায়
তাদের দিন, ক্ষণ, মাস যায় চলে,
অবশেষ ! এগিয়ে আসে কাঙ্ক্ষিত-
সেই ক্ষণ, সেই মুহূর্ত.........!
নব প্রাণের যাত্রা পথে, সবাই তখন -
তোমার অপেক্ষায় চেয়ে থাকে উৎসুক ।


হে অনাগত শিশু !
তোমার আগমনের অপেক্ষায় !
বাইরে অপেক্ষারত বাবা, করে শুধু এদিক ওদিক পায়চারি,
অপেক্ষার প্রহর শেষে-শুনবে কখন তোমার প্রথম কান্নার ধ্বনি
জুড়াবে প্রাণ, হাসবে প্রাণখোলা খুশির হাঁসি ।


অবশেষ ! কোন এক ক্ষণে -
রক্ত মাখা শরীর, রক্ত মাখা মুখ নিয়ে
মায়ের নাড়ির বাঁধন ছিরে-
পৃথিবীতে হয়, তোমার প্রথম আগমন ।


হে নবজাতক  !
তোমার প্রথম কান্না শুনে দূর হয়ে যায় -
মায়ের মনে জমানো, যত দুঃখ, কষ্ট, বেদনা ।  
তোমায় স্পর্শে, মা যে তোমার খুশি হয় কতো !
মায়ের মনে ভেসে উঠে, তোমায় নিয়ে স্বপ্ন কতশত ।