বিপন্ন প্রাণে খোঁজে বেড়াই আজ, নিজের অস্তিত্ব  
অস্তিত্ব খোঁজার মিছিলে চলতে চলতে.....
সব হারিয়ে, হয়েছি নিঃশেষ !
এক এক করে, বিসর্জন দিয়েছি নিজের অস্তিত্ব ।


বাস্তবতার নিষ্ঠুরতায়, পিষতে পিষতে......!
আজ বড্ড ইচ্ছে হয়, শুধু একবার স্পর্শ করতে-
নিজের হারিয়ে যাওয়া অস্তিত্ব টাকে ।


দেখেছি ফাগুনের শেষে, গাছে ফোটা কৃষ্ণচূড়া
টকটকে লাল রঙে নিজেকে রাঙিয়ে -
নিজের অস্তিত্বের জানান দেয় ।


অস্তিত্বহীন হয়ে, পার করছি কত বিবর্ণ-মুহূর্ত !
নদীর বাঁকে, শরতের শুভ্র সাদা কাশফুল -
সেও হাওয়ায় দোলে, নিজের অস্তিত্ব জানান দেয় ।


নিজের ছায়া ! সেও আমার কাছে আজ -
ফিকে, অস্তিত্বহীন, অপরিচিত !
শ্রাবণের মেঘলা দিনে, কদমের ডালে ফোটা কদম গুচ্ছ,
হলুদের মাঝে, সাদা ছাট দেয়া ফুলটিও -
নিজের অস্তিত্ব জানান দেয় ।


দম আটকে আসে, অস্তিত্ব হারানোর ধূলি ঝড়ে
ক্ষতবিক্ষত হয় মন ।
রাতের আঁধারে ফোটা হাসনাহেনার ঘ্রাণ -
আঁধারের মাঝেও, গন্ধ বিলিয়ে নিজের অস্তিত্ব জানান দেয়।
আঁধার শেষে, আবীর রাঙা ভোরের পাখিরাও -
কিচিরমিচির ডাকে, তাদের অস্তিত্ব জানান দেয়।


হাত বাড়িয়ে আঁকড়ে ধরতে চাই -
নিজের শেষ অস্তিত্বের চিহ্ন টুকু,
বার বার ছিটকে যাই, নিজের অস্তিত্ব বোধ থেকে।


পৃথিবী ঢেকে যাচ্ছে, গভীর অন্ধকারে
আমি শুধু ভেবে চলি, এই আঁধারের শেষ কোথায় ?