চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে-"যন্ত্রণা"
ভূমিষ্ঠ হয়, নবজাতক শিশুর মত,
গর্ভাশয়ের মধ্যে থাকাবস্থায় টের পাই- "যন্ত্রণা"
ঝড়ে পড়া নক্ষত্রের মত ।


ক্ষণে ক্ষণে বিষ্ফোরিত হয়ে ছড়ায় "যন্ত্রণা
একটু শান্তির আশায়,
আবাস্থল  ছেড়ে –
ছুটে চলি উদ্বাস্তু শিবিরে,
সেখানেও, অন্নের অভাব,
বস্ত্রের অভাব, বাসস্থান নিয়েও "যন্ত্রণা" ।


শুরু থেকে আজ অবধি
রক্তচোষা জোঁকের মত –
লেগে আছে- "যন্ত্রণা" ।


যন্ত্রণার মাঝেই হয় জন্ম
শুরু হয় কর্ম,
আবার যন্ত্রণার মাঝেই হয়, মৃত্যু ।