অন্ধকারের বন্ধ ঘরে
বন্দী হয়ে আর কতকাল থাকবি সবে বল ?
আলোর মিছিল ডাকছে ওই -
আঁধার ভেঙে সব চলরে চল.....


আলোর মিছিলের শিখা জ্বেলে
অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে,
প্রতিবাদের মাতাল হাওয়া গায়ে মেখে -
রক্তচোষা সমাজ হতে, দূর কর সব অন্যায়-অবিচার ।
নজরুলের সাম্যে'র তালে, গর্জে ওঠো সমস্বরে
চলরে সবাই, আলোর মিছিলে ।


আলোর মিছিল ডাক দিয়েছে -
নিজের অধিকার আজ, নাও বুঝে
কৃষক-শ্রমিক-দিনমজুর সবে ।
জ্বালাও আজ, দ্বীপ্ত আলোর প্রদীপ শিখা
ধনী-গরীব সর্বস্তরে ।


অন্ধকারের দুয়ার ভেঙে
আলোর পানে সব চলরে ছুটে,
আঁধারের বুক চিঁড়ে -
উঠবে নব প্রভাতের নবসূর্য,
নব আলোয় আলোকিত হবে বিশ্ব
ন্যায়ের আলোয়, অন্যায় হবে অদৃশ্য ।


হে প্রভু !
দাও সূর্য, দাও আলো
দাও শক্তি, দাও ধৈর্য,
আলোর মিছিলের জয়ধ্বনি
উঠছে বেজে, বিশ্ব জুড়ে,
আলোর মিছিলের পদতলে
পিষ্ট হবে সব অন্যায়ের বীজ ।