সময়ের নির্মমতা ভুলিয়ে দেয়, জীবনের অনেক কিছু
সময়ের নিষ্ঠুরতায় স্বপ্ন দেখতে ভুলে গেছি আজ,
যে স্বপ্নের ছোঁয়ায়- হারিয়ে যেতাম স্বপ্নময় পৃথিবীতে।

আজ, জীবন্ত সে স্বপ্নগুলো দগ্ধ হচ্ছে-
নির্মম জ্বলন্ত চিতার আগুনে দাউ দাউ করে জ্বলে..
ধোঁয়া হয়ে অদৃশ্য হচ্ছে, জীবনের আকাঙ্খাগুলো।


দমকা হাওয়ায় ভাসছে কাঙ্ক্ষিত স্বপ্নগুলো
ঘূর্ণি পাকে চারিদিকে শুধু ভেঙে পড়ার শব্দ,
কাল বৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছের মত-
প্রতিনিয়ত ভাঙছে সাজানো গোছানো স্বপ্নগুলো।


স্বপ্ন ভাঙ্গছে অনায়াসে, ঠাঁই নিচ্ছে দুঃস্বপ্ন
হৃদয়ে জমানো মধুর স্বপ্নগুলো-
নিমিষেই পিষ্ট হচ্ছে কঠিন বাস্তবের পদতলে।


স্বপ্নগুলো যন্ত্রণায় ছটফট করে করতে করতে...
কাতর হয়ে হারিয়ে গেছে ঘুমের দেশে,
হাসি গুলো সব আজ শুধুই অভিনয়-
কান্নাগুলো শুধুই বাস্তব মনে হয়।


রচনাকাল : ১৫/১০/২০২২
বারহাট্টা