বর্ষার কান্না'কে বিদায় দিয়ে
সাদা মেঘের ভেলায় চড়ে,
ভাদ্র–আশ্বিন মিলে, বাংলায় আসে শরৎকাল
নেই বর্ষার বিষন্নতা, স্নিগ্ধতা প্রকৃতি'তে বিছায় জাল ।


স্বচ্ছ নীল আকাশ জুড়ে, ভাসে সাদা মেঘের ভেলা
চলে আপন মনে, রোদ ছায়াতে লুকোচুরি খেলা,
গুচ্ছ গুচ্ছ কাশফুলের সাদার মেলা ।


ঝিরঝির বাতাসের ছন্দে, দোলে কাশবন
শিউলির মৌ মৌ গন্ধে, ভরে যায় মন ।
মাধবী, কামিনী আরও ফুটে বেলি,
প্রজাপতির চুম্বনে, ঝরে পড়ে শিউলি ।


দূর্বা ঘাসের ওপর সঞ্চিত শিশির বিন্দুতে -
রুপালি মুক্তা'র আভা,
মাঠে মাঠে জেগে ওঠে,
মুকুল ধানের শীষের শোভা ।
স্বচ্ছ জলে ভেসে ওঠে পুঁটি, খলসে, চান্দা,
মাছ ধরার অপেক্ষায় থাকে, ধ্যানরত মাছরাঙা ।


আঁধারের বুক চিরে উড়ে বেড়ানো জোনাকীরা
প্রকৃতি কে দেয় পাহারা ।
ফুল ফুটিয়ে ভ্রমর উড়ে,
মেঘের কোলে ঋতুকন্যা ঘুরে,
সারা বাংলা জুড়ে ।


প্রকৃতির মাধুর্যে'র দোলায় চড়ে
দুর্গা মা আসে, শরতের শেষ প্রহরে ।