বৈশাখ ! তুমি আসছো
বছর ঘুরে বাংলার বুকে -
নতুনের বারতা নিয়ে ।

তুমি আসছো! পুরোনো সব দুঃখ-গ্লানি মুছে
খুশির স্পর্শে নতুনের আলিঙ্গনে -
ভরিয়ে দিতে, আনন্দেতে মন-প্রাণ ।


বৈশাখ ! তুমি আসছো
চৈত্রের রুক্ষ প্রকৃতির বিদায়ে
নতুন রূপে, নতুন সাজে- নতুন বছর নিয়ে।


তুমি আসছো ! উৎসবের রথে চড়ে
ফুল ভ্রমরের একান্ত আলিঙ্গনে।
তুমি আসছো, নিস্তব্ধতায় দোয়েলের শিসে,
কোকিলের কুহু কুহু মধুর ডাকে মিশে ।


তুমি আসছো, একরাশ হতাশা আর
ব্যর্থতার পাহাড় ডিঙিয়ে,
যুক্ত হতে, বাঙালির প্রাণের উৎসবে -
গাঁয়ের আঁকা-বাঁকা মেঠো পথের হাতটি ধরে ।


তুমি আসছো, ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা নির্বিশেষে
সব ভেদাভেদ ভুলে, শামিল হতে বৈশাখী উৎসবে ।


বছরের চক্র পূর্ণ করে, আসছো তুমি বাংলার তরে
নতুন আশায় বুক বেঁধে, নতুনের গান শুনিয়ে।


রচনাকাল : ০৭ / ০৪/২০২২