একুশ মানে, বাঙালির রক্তে কেনা ধন
বাংলার বুকেই লুকিয়ে আছে, হাজার বছরের অমূল্য রতন ।
একুশ মানে, বাঙালির হাজারো স্বপ্ন-আশা
লাখো শহীদের রক্তে কেনা- মায়ের মুখের ভাষা ।  


একুশ মানে, বাঙালির ভাই হারানোর গান
বাংলার তরে পাই, চির সবুজ মাটির ঘ্রাণ ।
একুশ আমার শহীদ মিনারে ছড়ানো শ্রদ্ধা ভরা ফুল
বাংলার ঐতিহ্যে রয়েছে, জারি, সারি আর বাউল ।


একুশ মানে, নদীর বুকে ভেসে আসা ভাটিয়ালি সুর
বাংলার বুকে আজো ফুটে, দোয়েল ডাকা আবীর রাঙা ভোর।
একুশ মানে রক্তক্ষরণ, বাংলা বর্ণমালা
শহীদের বুকে বিদ্ধ বুলেট, বাঙালির বুকের জ্বালা ।


একুশ মানে বীরাঙ্গনার চোখে জল, বিধবার সাদা রঙ
শিশুর প্রথম মুখের বুলি, বিচিত্র নানা ঢঙ ।
একুশ মানে শহীদ মিনার, উদিত রক্ত কিরণ
ফুলেল শ্রদ্ধায় নিবেদিত শহীদমিনার, শহীদের রাঙ্গা চরণ ।


একুশ মানে তরুণ তরুণীর কণ্ঠে, সূরের অলঙ্কার
ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার....
বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান, বাঙালির অহংকার ।