এক বুক তাজা রক্ত দিয়ে
বাঙালি আমরা মুক্ত করেছি দেশ,
নীল আকাশে স্বাধীন পতাকা খানি
মুক্ত আকাশে, উড়ছে দেখো বেশ ।

শহীদের রক্ত সার্থক বিজয় উল্লাসে
কৃষকের স্বপ্নে বুনা সবুজ মাঠেতে হাসে,
স্বাধীন দেশের লাল-সবুজ পতাকা সবে
হৃদয়ের গভীর থেকে, যায় রে ভালোবেসে ।

বিশ্বময় দেশের লাগি এমন করে
বাংলা মায়ের দামাল ছেলে সবে,
অধিকার আদায়ে, যুদ্ধ করে চলছে আজো
মাথা উঁচু করে তাঁরা সবে ররে ।

দেশের জন্য, আজো কাঁদে তাদের প্রাণ
রাখবে তারই বাংলার সম্মান,
আনন্দে আজ, গাই আমরা সবে
বাংলা বিজয়ের গান ।