অবহেলা-লাঞ্ছনা আমাদের নিত্য সঙ্গী
ক্ষুধা-পিপাসা আমাদের চিরসখা,
পথে পথে ঘুরে বেড়াই বাঁচার তাগিদে
ক্লান্তি এলে- ঘুমিয়ে নেই খানিকটা, ক্লান্ত হৃদয় নিয়ে।


পাইনা খোঁজে এ জগতে, কারো স্নেহ-মমতা'টুকু
ক্ষণে ক্ষণে পাহাড় সমান ক্ষুধার জালা দেয় হাতছানি,
এক মুঠো খাবারের আশায় পথে পথে ঘুরি...!
আশায় আশায় দিন কাটাই, আশার মাঝেই বাঁচা-মরা।


অনাহারী দিনটা কাটে ক্লান্ত হৃদয়ে হেঁটে
প্রস্তুত থাকি, বড় লোকের ফেলে দেয়া উচ্ছিষ্ট লয়ে-
কুকুরের সাথে লড়াইয়ের লক্ষ্যে,
তবুও যদি অনাহারী পেট'টা আমাদের ভরে।


অধিকার বঞ্চিত অনাহারী মানুষ আমরা
জীবন মানে আমাদের কাছে, 'অপূর্ণতার আর এক নাম'।  


রচনাকাল
১২/১০/২০২২
বারহাট্টা