তুমি আসবে বলে.....
আড্ডা শেষে, বেলাবেলি ফিরছি ঘরে,
হঠাৎ ! অন্ধকারে মাতাল দিল ঢিল -
স্মৃতি'র মৌচাকে ।


ক্লান্তি'র জোয়ারে গা ভাসিয়ে দিলাম
ভাবছি, এখন ঘুমবো,
কে ? অন্ধকারের প্রলোভন শিল্পী
ডাক দিয়ে যায়,
স্মৃতি'র বাগানে ।


তুমি আসবে বলে.....
মিহি তাঁতে'র শাড়ী'র মতো,
আযান, উড়ে যাচ্ছে দূরে.....
মেষে'র বাচ্চার মতো, ফরসা ভোর,
খুব দূরে মোরগের ডাক
ঘাসের নরম বিছানায়, শুয়ে আছে শিশির ।


অপেক্ষা'র প্রহর গুনি আমি
শিশির ভেজা রাঙা পা ভিজিয়ে -
কখন তুমি আসবে ?
দখিনা জানালার পাশে,
চুপিচাপি বকুল তলে ।


রচনাকাল : জানুয়ারি / ২০০৫
স্থান : দম দম পার্ক, কলকাতা ।