বুকের জমিনে তোমার
প্রেমের বীজ বুনেছি,শুধু
বেড়ে উঠেছে আগাছা।
তাই নয় জমিন ভরেছে কাঁটা গাছে;
বিষ বৃক্ষ হলে একে বারে মুক্তি হতো।


এ জমিন ভরেছে কাঁটা গাছে
তাই ক্ষমা নেই.....
প্রতি নিয়ত বিঁধছে বুকে;
অসহ্য যন্ত্রণা,ক্লান্তি হীন যন্ত্রণা।
বিষ চাই বিষ।


স্মৃতি গুলো শক্তি যোগাচ্ছে
ফুলে ফেপে উঠছে কাঁটা গাছ গুলি
বসন্ত এসেছে অন্য বাগানে।
এ বুকে আজও খরা।
তৃষ্ণার্ত চাতোকের মতো....


এবসন্ত  উৎসবে!