রোজ যেভাবে সমুদ্রের জরায়ু চিরে
জন্ম নেয় নতুন সূর্যের,
ঠিক একইভাবে আমি জন্মায়
সময় এবং পরিস্থিতির জরায়ু ধরে।
তবে সূর্য দেবতা রূপে পূজিত হয়।
আর এদিকে আমি সভ্যতার গেড়াকলে.....


শুনেছি সময় প্রবাহমান, তবে কি তা সত্যি?
আমি তো থমকে আছি অবিরত
এই লিঙ্গ হীন ক্ষুধার জালে।


এক বুক স্বপ্ন কবর দেওয়া
ডান পাঁজড়ে।


ব্যর্থতা পাহাড় ছাপিয়ে গেছে
স্বপ্ন তলিয়েছে সুদূর সমুদ্র তলে,


তাইতো,
জীবন লিখছি রক্ত গোলা ঘামে।