অপেক্ষা আর ভাগ্য সর্বত্র
ব্যস্ত অনুপাতে বিদ্যমান।
জীবনের সহজ সমীকরণ ভালোবাসা
যখন ধরে নিতে হয় অন্তর্বাস
তখন স্বপ্ন ভীড় জমায় সুদের খাতায়!
আর অংশিদারি কারবার ভেঙ্গে গুড়িয়ে
সর্বসম প্রমাণিত হয় তুমি ও আমিতে।


হরমোন থেরাপিতে মন উৎফুল্ল হয়ে
জীবাশ্ম দানা বাঁধে অস্তি মর্জায়
লিগামেন্ট ছিঁড়ে ছিটকে যায় দেহ ও মন,
পরজীবী বাসা বাঁধে দেহে
আর পচন ধরে মনে।


আমি অনুপরিমান মন তুলে
তৈরি করি দ্রবণ, জীবন স্রোতে
তুমি অনুঘটক হয়েও মিশে গেছ
আমার জীবনের জটিল সমীকরণে।