প্রেমটা মাস গড়িয়ে বছর দুই হতে চলেছে,
তবুও ঠিক প্রেম বলা চলেনা।


আজ বিকেলে মুখোমুখি বসেছিলাম ঘন্টা খানেক
কথা হলো কি ছাইপাশ কে জানে।


যখন চলন্ত ট্রামে উঠে যান্ত্রিক মুঠোফোনে ব্যস্ত
তখন বলে আসা মিথ্যা প্রতিশ্রুতি গুলো
উড়িয়ে দিলাম বাতাসে।


কথাগুলো রূপ পেল কুয়াশার,তার চোখের জলে।


ওর কোন অভিযোগ নেই আমার প্রতি,
না কখনো ঝগড়া করে, না অভিমান?


তাই হয়তো ওর প্রতি এতো অনিহা।


হটাৎ করেই যখন যান্ত্রিক মুঠোফোনের রং
ফিকে হয়ে আসে, তখন
ঢলে পড়া সূর্যের মতো তলিয়ে যাই প্রেমে।
অনুভব করি তাকে........


কতোটা ভালোবাসলে দুটি নয় একটা হৃদয় হয়।