সস্তায় বস্তাবন্দি লাশ,
স্বপ্নের সাথে আপোস করে
মহানুভবতা দেখায় বাস্তব।
হতে হয় পার্ফেক্ট স্বামী-পিতা-সন্তান
আর কতো শত জীবন্ত লাশ!


অন্ধকার কখনো কখনো স্বর্গ হয়ে ওঠে
মনের অজান্তেই ভালোবাসে,
ক্লান্তি প্রেমে পড়ে নিঃসঙ্গতার
স্বপ্ন গুলো ধূলো মাখে
আর বাস্তবতা ভেজে নোনা জলে।


বাক্সবন্দী জীবন, অখন্ড অবসরে
স্বপ্ন বিকোয় সল্প দামে।