কোথায় আছে এমন আলোর ঘর
যেথায় সন্ধে একটু বিরাম পায়।
কথার জালে ছন্দ হবে গীতে
গীতখানা তো মনগড়া হওয়া চাই
ভালবাসতে দরকার চাই নুন
নুনের গায়ে জলের ছিটা দিতেই
ভাসবে দুঃখ জলের স্রোতের মত।
জলের স্রোতে ডিঙি নৌকো চলে
মাঝির ভেতর সুখের অক্সিজেন
নুনের জলের তিক্ত স্বাদে মিশে
প্রেমিক তুমি মিষ্টি কথা কও।
প্রেমিকা যে আহাম্মক নয়
যদি বুঝে ভালবাসার মানে
নুনের স্বাদ তরকারিটাও বোঝে।
কোথায় আছে এমন আলোর ঘর
যেথায় সন্ধে একটু বিরাম পায়।