একটা রাতের ভেতর আমি সকালকে দেখবো বলে রাত জেগে থাকি।রাত ঘন হয়ে তারা সপ্তর্ষি কিংবা চন্দ্রের সাথে বিক্রিয়া ঘটিয়ে সকাল হয়।
সকালে আমি মহা বিরক্তি নিয়ে ঘুমিয়ে থাকি রাত দেখবো বলে।
রাতের ভেতর আমি খুঁজতে থাকি রাস্তার কিছু উশৃংখল,পঙ্গপাল, ভবঘুরে,ফকির স্যাক্সোফোন বাঁশি।
জীবন এদের কিন্তু বৈচিত্র্য হলেও সাদামাটা নয়।অভাবের মাঝে আছে চাঁদের সাথে বৈঠক পাতার নিমন্ত্রণ।
জীবনের কিছু মানে বুঝে নেওয়ার অভিপ্রায়।
ইট কাঠ কংক্রিটের ভেতরে প্রজননধারীরা রতিক্রিয়ায় মগ্ন।ওটাও জীবন।কোনো মানে নেই।
এদিকে রাতকে উলঙ্গ করে ওরা চাঁদের সাথে করে ভাব।সৃষ্টি করে বিবাগী সুখের ভেতরে সকালের লম্বা সফর।রাত শুধু স্বার্থক হয় কোনো অন্ধ স্যাক্সোফোনের কণ্ঠে,কিংবা উন্মাদের বকাবকিতে,কিংবা ফকিরের বাঁশি,ভবঘুরের সংসারহীন বিড়ির টান নিয়ন আলোর নিচে বসে।
আমি শুধু খুঁজি রাতের ভেতরে কোনো এক সকাল।